Edit Content

একুশে পদক ২০২৫: ১৪ বিশিষ্ট ব্যক্তি ও বাংলাদেশ নারী ফুটবল দল পাচ্ছে মর্যাদাপূর্ণ সম্মাননা

PHOTO: Internet
Share the News

সরকার দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক পুরস্কার একুশে পদক ২০২৫-এর জন্য ১৪ জন বিশিষ্ট ব্যক্তি ও বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের নাম ঘোষণা করেছে। বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ তাদের এই সম্মাননা প্রদান করা হবে।

সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী আজ বাংলাদেশ সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে বিজয়ীদের নাম ঘোষণা করেন।

এ বছর শিল্পকলা (চলচ্চিত্র, সংগীত, আলোকচিত্র ও চিত্রকলা) বিভাগে পাঁচজন, সাংবাদিকতায় একজন, সাংবাদিকতা ও মানবাধিকার বিভাগে একজন, সংস্কৃতি ও শিক্ষায় একজন, শিক্ষায় একজন, বিজ্ঞান ও প্রযুক্তিতে একজন, সমাজসেবায় একজন, ভাষা ও সাহিত্যে দুইজন, গবেষণায় একজন এবং ক্রীড়া বিভাগে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলকে একুশে পদকের জন্য মনোনীত করা হয়েছে।

শিল্পকলা (চলচ্চিত্র) বিভাগে আজিজুর রহমান (মরণোত্তর) একুশে পদক পাচ্ছেন, শিল্পকলা (সংগীত) বিভাগে উস্তাদ নীরদ বরন বড়ুয়া (মরণোত্তর) ও ফেরদৌস আরা নির্বাচিত হয়েছেন। শিল্পকলা (আলোকচিত্র) বিভাগে নাসির আলী মামুন এবং শিল্পকলা (চিত্রকলা) বিভাগে রোকেয়া সুলতানা পুরস্কার পাচ্ছেন।

সাংবাদিকতা বিভাগে মাহফুজ উল্লাহ (মরণোত্তর) এবং সাংবাদিকতা ও মানবাধিকার বিভাগে মাহমুদুর রহমানকে একুশে পদক দেওয়া হবে।

সংস্কৃতি ও শিক্ষা বিভাগে ড. শহিদুল আলম এবং শিক্ষা বিভাগে ড. নিয়াজ জামান পুরস্কার পাচ্ছেন। বিজ্ঞান ও প্রযুক্তি ক্ষেত্রে মেহেদী হাসান খান এবং সমাজসেবায় মোহাম্মদ ইউসুফ চৌধুরী (মরণোত্তর) একুশে পদক পাচ্ছেন।

ভাষা ও সাহিত্য বিভাগে হেলাল হাফিজ (মরণোত্তর) এবং শহিদুল জহির (মো. শহিদুল হক) (মরণোত্তর) পুরস্কৃত হচ্ছেন।

এছাড়া, গবেষণায় বিশেষ অবদানের জন্য মইদুল হাসান একুশে পদক পাচ্ছেন, এবং ক্রীড়া বিভাগে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলকে মর্যাদাপূর্ণ এই পুরস্কার প্রদান করা হবে।

প্রতি বছর একুশে পদক ভাষা আন্দোলনের চেতনা স্মরণে বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ ব্যক্তিদের ও প্রতিষ্ঠানকে প্রদান করা হয়।