Edit Content

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সাত সরকারি কলেজের অধিভুক্তি বাতিল

PHOTO: Internet
Share the News

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কর্তৃপক্ষ সাতটি সরকারি কলেজের সঙ্গে তাদের অধিভুক্তি বাতিলের সিদ্ধান্ত নিয়েছে, যা ২০২৪-২৫ শিক্ষাবর্ষ থেকে কার্যকর হবে।

এই সিদ্ধান্ত অনুযায়ী, আসন্ন শিক্ষাবর্ষে অধিভুক্তির আওতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে নতুন কোনো শিক্ষার্থী ভর্তি করা হবে না বলে ঢাবির এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খানের সভাপতিত্বে এবং অধিভুক্ত সাতটি কলেজের প্রিন্সিপালদের উপস্থিতিতে ভিসি কার্যালয়ে এক জরুরি বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয় যে, সাতটি কলেজের শিক্ষার্থীদের ভর্তি প্রক্রিয়া নিয়ে পূর্বের সিদ্ধান্ত পরিবর্তন করা হয়েছে এবং এক বছর আগেই এটি কার্যকর হবে। এর ফলে, ২০২৪-২৫ শিক্ষাবর্ষ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তির আওতায় আর কোনো শিক্ষার্থী ভর্তি হবে না।

২০২৪ সালের ২৯ ডিসেম্বর গঠিত শিক্ষা মন্ত্রণালয়ের বিশেষজ্ঞ কমিটি আসন্ন শিক্ষাবর্ষের জন্য এই কলেজগুলোর আসন সংখ্যা ও ভর্তি ফি নির্ধারণ করবে।

বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চলমান শিক্ষাকার্যক্রমে থাকা শিক্ষার্থীদের একাডেমিক জীবন যেন ব্যাহত না হয়, তা নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয় প্রশাসন দায়িত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে জানানো হয়েছে।