পদ্মা সেতু হয়ে বেনাপোল-ঢাকা ট্রেন সার্ভিস আনুষ্ঠানিকভাবে ২৪ ডিসেম্বর চালু হয়েছে। ৭৬৮ আসন বিশিষ্ট রূপসী বাংলা এক্সপ্রেস এর প্রথম যাত্রায় ৯২৭ জন যাত্রী নিয়ে বেনাপোল রেলস্টেশন থেকে বিকাল ৩টায় ঢাকার উদ্দেশে রওনা দেয় এবং সন্ধ্যা ৭টা ১০ মিনিটে ঢাকার কমলাপুর স্টেশনে পৌঁছায়।
সেবাটির উদ্বোধন করেন যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আজহারুল ইসলাম বেনাপোল রেলস্টেশনে। বেনাপোল রেলস্টেশনের স্টেশন মাস্টার মো. সাইদুজ্জামান জানান, এই ট্রেন সপ্তাহে ছয় দিন চলবে এবং সোমবার বন্ধ থাকবে।
স্টেশন মাস্টার সাইদুজ্জামান বলেন, পদ্মা সেতু হয়ে নতুন রুটে ঢাকা থেকে বেনাপোলের যাত্রার সময় উল্লেখযোগ্যভাবে কমে গেছে। যেখানে পূর্বের টাঙ্গাইল-ঈশ্বরদী রুটে যাত্রার সময় ৭ ঘণ্টা ৩৫ মিনিট লাগত, নতুন রুটে সময় কমে মাত্র ৩ ঘণ্টা ৪০ মিনিটে পৌঁছানো সম্ভব হচ্ছে।
এখন থেকে প্রতিদিন ঢাকা-বেনাপোল-ঢাকা রুটে রূপসী বাংলা এক্সপ্রেস ট্রেন চলাচল করবে। একটি ট্রেন প্রতিদিন সকাল ১১টা ৪৫ মিনিটে ঢাকা থেকে বেনাপোলের উদ্দেশে ছেড়ে দুপুর ২টা ২৫ মিনিটে পৌঁছাবে। অপর ট্রেনটি বিকাল ৩টা ৩০ মিনিটে বেনাপোল থেকে রওনা দিয়ে সন্ধ্যা ৭টা ১০ মিনিটে ঢাকায় পৌঁছাবে।
ট্রেনটি যশোর জংশন, নড়াইল, কাশিয়ানী জংশন এবং ভাঙ্গা জংশনে থামবে, যা যাত্রীদের জন্য আরও বেশি সুবিধাজনক যাতায়াত নিশ্চিত করবে।