Edit Content

বাংলাদেশ নারী ক্রিকেট দল:  দ্বিতীয় ওয়ানডেতে আয়ারল্যান্ডকে ৫ উইকেটে হারিয়ে সিরিজ নিশ্চিত

PHOTO: Internet
Share the News

বাংলাদেশ নারী ক্রিকেট দল তিন ম্যাচের ওয়ানডে সিরিজে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জয় নিশ্চিত করেছে। আজ শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় ম্যাচে আয়ারল্যান্ডকে ৫ উইকেটে হারিয়েছে তারা।

প্রথমে ব্যাট করতে নেমে আয়ারল্যান্ড ১৯৩-৬ রান সংগ্রহ করে। জবাবে বাংলাদেশ ৪৩.৫ ওভারে ১৯৭-৫ রান করে জয় তুলে নেয়। ওপেনার ফারজানা হক পিঙ্কি ৮৯ বলে ৫০ রান করেন, যেখানে ছিল ছয়টি চার। প্রথম ম্যাচে ৮৯ বলে ৯৬ রানের দুর্দান্ত ইনিংস খেলা শারমিন আখতার সুপ্তা এ ম্যাচে ৪৩ রান করেন। অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ৩৯ বলে ৪০ রানের ঝড়ো ইনিংস খেলেন, যাতে ছিল চারটি চার ও একটি ছক্কা। শেষদিকে শর্না আক্তার অপরাজিত ২৯ রানের ইনিংস খেলে চারের মাধ্যমে ম্যাচ শেষ করেন।

বাংলাদেশের ইনিংসের শুরুটা ভালো হয়নি, ওপেনার মুরশিদা খাতুন মাত্র ৬ রান করে আউট হন। তবে ফারজানা এবং সুপ্তা দ্বিতীয় উইকেটে ৮৫ রানের পার্টনারশিপ গড়ে দলকে শক্ত অবস্থানে নিয়ে যান। লরা ডেলানি এ পার্টনারশিপ ভাঙার পর বাংলাদেশ ২৯ রানের মধ্যে তিনটি দ্রুত উইকেট হারিয়ে একটু চাপে পড়ে। তবে জ্যোতি এবং শর্না পঞ্চম উইকেটে ৫৩ রানের জুটি গড়ে দলকে জয়ের দোরগোড়ায় নিয়ে যান। জ্যোতি আউট হলেও শর্না ম্যাচ শেষ করে আসেন।

এর আগে প্রথম ওয়ানডেতে মাত্র ৯৮ রানে অলআউট হওয়া আয়ারল্যান্ড এ ম্যাচে কিছুটা ভালো করে। অধিনায়ক অ্যামি হান্টার সর্বোচ্চ ৬৮ রান করেন। ওরলা প্রেন্ডারগাস্ট ৩৭ রান এবং লরা ডেলানি ৩৩ রান করেন। বাংলাদেশের সুলতানা খাতুন দুটি উইকেট নেন, নাহিদা আক্তার ও শর্না আক্তার নেন একটি করে উইকেট।

যদিও এই জয়ের মাধ্যমে বাংলাদেশ সিরিজ নিশ্চিত করেছে, তবুও আগামী ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে তৃতীয় ওয়ানডে এবং পরবর্তী সিরিজে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিনটি ম্যাচ জিততেই হবে। এ লক্ষ্য পূরণ করতে পারলেই বাংলাদেশ নারী দল আগামী বছর ভারতের মাটিতে অনুষ্ঠিতব্য আইসিসি নারী ক্রিকেট বিশ্বকাপে সরাসরি কোয়ালিফাই করতে পারবে।