গণঅধিকার পরিষদের (জিএপি) সভাপতি নুরুল হক নুর চট্টগ্রাম থেকে আওয়ামী লীগকে (আ.লীগ) একটি রাজনৈতিক দল হিসেবে নিষিদ্ধ করার দাবিতে গণমিছিল করার আহ্বান জানিয়েছেন।
আজ বিকেলে চট্টগ্রামের লালদিঘি ময়দানে যুব সমাবেশে বক্তব্য প্রদানকালে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি নুর অভিযোগ করেন, দেশের দুই-একটি রাজনৈতিক দল নির্বাচন নিয়ে আ.লীগের অংশগ্রহণকে সমর্থন করছে।
“আমাদেরকে শক্ত প্রতিরোধ গড়ে তুলতে হবে, যাতে আ.লীগ ছাত্র ও জনগণের রক্তের উপর দাঁড়িয়ে নির্বাচনে অংশ নিতে না পারে,” তিনি বলেন। নুর আরও সতর্ক করেন, যারা আ.লীগ, যুবলীগ বা ছাত্রলীগের পক্ষে অবস্থান নেবে, তাদেরকে ফ্যাসিবাদের মিত্র হিসেবে বিবেচনা করা হবে।
নুর ঘোষণা করেন যে, প্রয়োজনে তার দল ঢাকায় গণমিছিল আয়োজন করবে আ.লীগকে নিষিদ্ধ করার দাবিতে।
একটি বিকল্প প্রস্তাবনা দিয়ে নুর নোবেল বিজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনুসের নেতৃত্বে দুই থেকে তিন বছরের জন্য একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠনের আহ্বান জানান। তিনি বলেন, ড. ইউনুসের আন্তর্জাতিক খ্যাতি দেশের ভঙ্গুর অর্থনীতিকে দ্রুত স্থিতিশীল করতে পারে।
তিনি নির্বাচন, গণমাধ্যম, বিচার বিভাগ এবং প্রশাসনিক কাঠামোয় ছয়টি সংস্কার কমিশন গঠনের কথা উল্লেখ করেন এবং বলেন যে, এই সংস্কার ছাড়া দেশে কোনো নির্বাচন হতে পারে না।
“জনগণ সরকারকে ক্ষমতায় থাকার জন্য কোনো ফাঁকা চেক দেবে না। আপনারা ভালো কাজ করলে জনগণের সমর্থন পাবেন, আর জনগণের বিপক্ষে অবস্থান নিলে এক মুহূর্তের জন্যও সমর্থন পাবেন না,” তিনি ঘোষণা করেন।
একটি “নতুন বাংলাদেশ” গঠনের ডাক দিয়ে নুর প্রতিশ্রুতি দেন যে, জিএপি ছাত্র ও জনগণের সঙ্গে মিলে জনগণের প্রত্যাশা অনুযায়ী এই লক্ষ্য অর্জনে কাজ করবে।
গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খানসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা সমাবেশে বক্তব্য রাখেন।