Edit Content

পুঁজিবাজার সংস্কারের সুপারিশের জন্য বিএসইসি টাস্কফোর্স গঠন করেছে

PHOTO: Internet
Share the News

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) দেশের পুঁজিবাজার শক্তিশালী করার লক্ষ্যে প্রয়োজনীয় সংস্কারের সুপারিশ দিতে পাঁচ সদস্যের একটি টাস্কফোর্স গঠন করেছে।

আজ প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, টাস্কফোর্সের সদস্য হিসেবে থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক মোহাম্মদ হেলাল উদ্দিন এবং ঢাকা স্টক এক্সচেঞ্জের সাবেক ব্যবস্থাপনা পরিচালক কেএএম মাজেদুর রহমান।

অন্য সদস্যরা হলেন- হোদা ভাসি চৌধুরী অ্যান্ড কোম্পানির সিনিয়র পার্টনার এএফএম নেসারউদ্দিন; বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইলেকট্রনিক্স বিভাগের অধ্যাপক মোস্তফা আকবর; এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং ও ইনফরমেশন সিস্টেমস বিভাগের সহযোগী অধ্যাপক আল-আমিন।

টাস্কফোর্সের দায়িত্ব হবে এমন সংস্কারের সুপারিশ করা যা বিনিয়োগকারীদের আস্থা বৃদ্ধি করবে এবং পুঁজিবাজারে সুশাসন নিশ্চিত করবে, প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।