নাহিদা আক্তার প্রথম বাংলাদেশি নারী হিসেবে টি-টোয়েন্টি আন্তর্জাতিক (টি-টোয়েন্টি আই) ক্রিকেটে ১০০ উইকেট শিকার করার গৌরব অর্জন করেছেন। শারজায় অনুষ্ঠিত আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে স্কটল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের ১৬ রানের জয়ে এই কীর্তি গড়েন বাঁ-হাতি স্পিনার নাহিদা।
ম্যাচের শেষ উইকেট তুলে নিয়ে নাহিদা এই মাইলফলক স্পর্শ করেন, যা তার ৮৮তম টি-টোয়েন্টি আই ম্যাচে অর্জিত। ২৪ বছর বয়সে তিনি এই কীর্তি গড়া দ্বিতীয় কনিষ্ঠতম নারী ক্রিকেটার। তার আগে রুয়ান্ডার ২০ বছর বয়সী অলরাউন্ডার হেনরিয়েট ইশিমিয়ে এই মাইলফলক অর্জন করেছিলেন।
গত বছরের নভেম্বরে নাহিদা বাংলাদেশের প্রথম খেলোয়াড় হিসেবে আইসিসি নারী প্লেয়ার অব দ্য মান্থ পুরস্কারও জিতেছিলেন।