Edit Content

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, ১,২২১ জন হাসপাতালে ভর্তি

Photo: Internet
Share the News

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৮ জন মারা গেছেন এবং ১,২২১ জনকে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর (DGHS)।

“এই সময়ের মধ্যে ঢাকার হাসপাতালে ৪৩৪ জন এবং রাজধানীর বাইরের বিভিন্ন হাসপাতালে ৭৮৭ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন,” বলে জানানো হয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের এক প্রেস বিজ্ঞপ্তিতে।

এ বছর ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বেড়ে ২৯,৭৮৬ জনে পৌঁছেছে এবং ডেঙ্গুতে ১৫৮ জনের মৃত্যু হয়েছে বলে জানানো হয়েছে।

গত বছর, দেশে ডেঙ্গুতে ১,৭০৫ জনের মৃত্যু এবং মোট ৩,২১,১৭৯ জন ডেঙ্গু আক্রান্তের ঘটনা রেকর্ড করা হয়।