সাবেক জন প্রশাসন মন্ত্রী ফারহাদ হোসেনকে গত রাতে শহরের ইস্কাটন এলাকা থেকে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) গ্রেপ্তার করেছে, র্যাবের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। ফারহাদ হোসেনকে রাত ১২:৩০ টায় গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে ৫ আগস্টের ছাত্র-বিরোধী বৈষম্য আন্দোলনের সময় শিক্ষার্থী ও সাধারণ মানুষের ওপর গুলি চালানো এবং হত্যার অভিযোগ আনা হয়েছে।
আদাবর থানার অফিসার ইন-চার্জ মাহফুজ ইমতিয়াজ ভূঁইয়া নিশ্চিত করেছেন যে আন্দোলনের সময় রুবেল নামে এক পোশাক শ্রমিক নিহত হন, যার কারণে রুবেলের বাবা রফিকুল ইসলাম ১৪৮ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। অভিযুক্তদের মধ্যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ফারহাদ হোসেনও আছেন।
ফারহাদ হোসেন, যিনি মেহেরপুর-১ থেকে পরপর তিনবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন, ১২তম সংসদে পূর্ণ মন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন।