Edit Content

জাকসু নির্বাচনে লড়াইয়ে টিকে গেলেন ২৫৬ প্রার্থী

PHOTO: BSS
Share the News

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য প্রাথমিকভাবে বৈধ প্রার্থীর খসড়া তালিকা আজ (২৫/০৮/২০২৫) প্রকাশ করা হয়েছে। এতে ২৭৬ জন প্রার্থীর মধ্যে ২৫৬ জনকে বৈধ ঘোষণা করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে আজ সন্ধ্যায় সংবাদ সম্মেলনে এ তথ্য জানান নির্বাচন কমিশনের সদস্য সচিব ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এ কে এম রশিদুল আলম।

খসড়া অনুযায়ী, ভাইস প্রেসিডেন্ট (ভিপি) পদে ২০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। অধ্যাপক আলম জানান, ২০ জন শিক্ষার্থীর প্রার্থিতা বাতিল করা হয়েছে, তবে ২৫৬ জন বৈধ হিসেবে বিবেচিত হয়েছে। বাতিল প্রার্থীরা মঙ্গলবার (২৬ আগস্ট) সকাল ৯টা থেকে দুপুর ২টার মধ্যে কমিশনে আপিল করতে পারবেন।

অন্যান্য পদেও উল্লেখযোগ্য আগ্রহ দেখা গেছে। সাধারণ সম্পাদক (জিএস) পদে ১৭ জন (পুরুষ ১৫, নারী ২), যুগ্ম সাধারণ সম্পাদক (জিজিএস-পুরুষ) পদে ২১ জন এবং যুগ্ম সাধারণ সম্পাদক (জিজিএস-নারী) পদে ৯ জন প্রতিদ্বন্দ্বিতা করবেন।

এছাড়া শিক্ষা ও গবেষণা সম্পাদক পদে ১৩ জন, পরিবেশ ও প্রকৃতি সংরক্ষণ সম্পাদক ১৩, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক ৯, সাংস্কৃতিক সম্পাদক ৯, সহকারী সাংস্কৃতিক সম্পাদক ১১, নাট্য সম্পাদক ৭, ক্রীড়া সম্পাদক ৫, সহকারী ক্রীড়া সম্পাদক (পুরুষ) ৬ এবং (নারী) ৬ জন করে প্রতিদ্বন্দ্বিতা করবেন। তথ্য ও গ্রন্থাগার সম্পাদক পদে ১৪ জন, সমাজসেবা ও মানবসম্পদ উন্নয়ন সম্পাদক ১৪, সহকারী সম্পাদক (পুরুষ) ৯ এবং (নারী) ৫ জন।

স্বাস্থ্য ও খাদ্য নিরাপত্তা সম্পাদক পদে ১২ জন এবং পরিবহন ও যোগাযোগ সম্পাদক পদে ৭ জন প্রতিদ্বন্দ্বিতা করবেন। কার্যনির্বাহী সদস্য পদে প্রাথমিকভাবে বৈধ ঘোষণা করা হয়েছে পুরুষ ৩২ এবং নারী ১৭ জনকে।

নির্বাচনী তফসিল অনুযায়ী, খসড়া তালিকা নিয়ে আপিল শুনানি হবে ২৭ আগস্ট, আর প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২৮ আগস্ট। চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ হবে ২৯ আগস্ট। একই দিন থেকে ৯ সেপ্টেম্বর পর্যন্ত প্রচারণা চলবে। দীর্ঘ প্রতীক্ষিত নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ১১ সেপ্টেম্বর।