জাতিসংঘ মানবাধিকার কার্যালয় (UN Human Rights Office) জানিয়েছে, মানবাধিকার উন্নয়ন ও সুরক্ষায় সহায়তার উদ্দেশ্যে বাংলাদেশে একটি মিশন খোলার জন্য বাংলাদেশ ও জাতিসংঘ মানবাধিকার কার্যালয় এই সপ্তাহে তিন বছরের একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর করেছে।
“জনগণের প্রজাতন্ত্র বাংলাদেশ সরকারের পক্ষে পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম এবং জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক এই সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন,” আজ জেনেভা থেকে জাতিসংঘ মানবাধিকার কার্যালয়ের এক প্রেস বিবৃতিতে বলা হয়েছে।
বিবৃতিতে বলা হয়, গত বছরের আগস্ট থেকে বাংলাদেশে জাতিসংঘ মানবাধিকার কার্যালয়ের সম্পৃক্ততা উল্লেখযোগ্যভাবে বেড়েছে এবং তারা বিভিন্ন অংশীজনের সঙ্গে মানবাধিকার সংস্কারে কাজ করে যাচ্ছে, পাশাপাশি ব্যাপক গণবিক্ষোভ দমনের ঘটনায় একটি পূর্ণাঙ্গ তথ্য অনুসন্ধানও পরিচালনা করছে।
তুর্ক বলেন, “এই সমঝোতা স্মারকে স্বাক্ষরের মাধ্যমে দেশটির পক্ষ থেকে মানবাধিকারকে রূপান্তরের একটি মূল ভিত্তি হিসেবে গ্রহণ করার প্রতিশ্রুতির গুরুত্বপূর্ণ বার্তা দেওয়া হলো।”
তিনি আরও বলেন, “এই সমঝোতা আমাদের কার্যালয়কে আমাদের তথ্য অনুসন্ধান প্রতিবেদন অনুযায়ী প্রস্তাবিত সুপারিশ বাস্তবায়নে সহায়তা করার সুযোগ দেবে এবং সরকার, সিভিল সোসাইটি ও অন্যান্যদের সঙ্গে সরাসরি মাটির কাছাকাছি থেকে আমাদের দক্ষতা ও সহায়তা নিয়ে কাজ করার পথ খুলে দেবে, যা বাংলাদেশ তার কাঙ্ক্ষিত মৌলিক সংস্কারের পথে এগিয়ে নিতে চায়।”
বিবৃতিতে আরও বলা হয়, নতুন এই মিশনটি জাতীয় ও আন্তর্জাতিক মানবাধিকার প্রতিশ্রুতি পূরণের লক্ষ্যে কর্তৃপক্ষকে প্রশিক্ষণ ও কারিগরি সহায়তা প্রদান করবে এবং সরকারি প্রতিষ্ঠান ও সিভিল সোসাইটি সংশ্লিষ্টদের সক্ষমতা বৃদ্ধিতেও ভূমিকা রাখবে।