Edit Content

পানিতে ভাসছে ফেনী শহর | বাসস

PHOTO: BSS
Share the News

দুই দিনের অতি ভারী বৃষ্টিতে ফের পানিতে ভাসছে ফেনী শহর। শহরের প্রধান প্রধান সড়ক পানির নীচে তলিয়ে গেছে। নিচু এলাকার দোকানপাট, বাসা বাড়িতেও ঢুকছে পানি।

জেলা আবহাওয়া অফিসের ইনচার্জ মজিবুর রহমান বাসস’কে জানান, গতকাল সোমবার দুপুর ১২টা থেকে আজ দুপুর ১২টা পর্যন্ত গত ২৪ ঘন্টায় বছরের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আবহাওয়া অফিসের রেকর্ড  অনুযায়ী এ সময় ৩৪৭ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। আগামী দুইদিন হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলেও তিনি জানান।

এদিকে অতি ভারী বৃষ্টিতে শহরের বেশিরভাগ এলাকা পানিতে তলিয়ে গেছে। শহীদ শহীদুল্লাহ কায়সার সড়ক, শান্তি কোম্পানি সড়ক, পাঠানবাড়ি সড়ক, একাডেমি, মাষ্টারপাড়া, সহদেবপুর, পুরাতন পুলিশ কোয়াটার, মিজান পাড়া, বিরিঞ্চি, বারাহিপুর এলাকায় দুই থেকে চার ফুট পর্যন্ত পানিতে ভাসছে। পৌরসভার সাবেক কাউন্সিলর ওমর ফারুক ভুইয়া বেলাল জানান, পৌরসভার বেশিরভাগ খাল নালাসহ জলাধার অবৈধভাবে দখল করে নানা স্থাপনা নির্মাণ করায় পানি নামতে বাধাগ্রস্ত হচ্ছে। এ কারণে বৃষ্টি হলেই পানি জমে যায়।

পৌরসভার প্রশাসক ও স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক গোলাম মোহাম্মদ বাতেন বাসস’কে জানান, বর্ষা মৌসুমের আগ থেকেই পৌরসভার ড্রেনসমূহ পরিষ্কার করা হয়েছে। একইভাবে খাল সমূহ অবৈধ দখলমুক্ত করতে অভিযান অব্যাহত রয়েছে। তবুও হঠাৎ অতিভারী বৃষ্টির কারণে ধীর গতিতে পানি নামছে। পৌরসভার ছয়টি টিম রাত থেকে কাজ করছে বলে তিনি জানান। বৃষ্টিপাত কমলে পানি দ্রুত নেমে যাবে বলে তিনি আশা প্রকাশ করেন তিনি।

অপরদিকে ফেনী পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আকতার হোসেন মজুমদার জানান, ভারী বৃষ্টি পাতের কারণে মুহুরি, কহুয়াসহ জেলার নদ-নদীর পানি বাড়ছে। মুহুরী কহুয়া সিলোনিয়া নদীর পানি বিপদসীমা ওপর দিয়ে প্রবাহিত হওয়ার সম্ভাবনা রয়েছে। বন্যা নিয়ন্ত্রণ বাধ ঝুঁকিতে রয়েছে। বৃষ্টিপাত অব্যাহত থাকলে ও ভারতের উজানের পানি নামলে বন্যার সমূহ সম্ভাবনা রয়েছে।