Edit Content

অন্তর্বর্তী সরকারে শিক্ষাবিষয়ক উপদেষ্টা হলেন সিআর আবরার

PHOTO: Internet
Share the News

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্কের অবসরপ্রাপ্ত অধ্যাপক এবং শরণার্থী ও অভিবাসন বিষয়ক গবেষণা সংস্থা (RMMRU)-এর নির্বাহী পরিচালক সিআর আবরার অন্তর্বর্তী সরকারের শিক্ষাবিষয়ক উপদেষ্টা হিসেবে নিয়োগ পেয়েছেন।

বুধবার সকাল ১১টায় বঙ্গভবনে এক অনুষ্ঠানে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তাকে শপথ পাঠ করান। অনুষ্ঠানের সঞ্চালনা করেন মন্ত্রিপরিষদ সচিব শেখ আবদুর রশিদ।

সিআর আবরার শিক্ষাবিষয়ক উপদেষ্টা হিসেবে ওয়াহিদউদ্দিন মাহমুদের স্থলাভিষিক্ত হলেন। ওয়াহিদউদ্দিন মাহমুদ এতদিন শিক্ষা ও পরিকল্পনা—দুই মন্ত্রণালয়ের উপদেষ্টা ছিলেন। এখন থেকে তিনি শুধু পরিকল্পনা মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করবেন।