Edit Content

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পাখি মেলা: পাখি সংরক্ষণ ও পরিবেশ রক্ষায় শিক্ষার্থীদের উৎসাহিত করার উদ্যোগ

PHOTO: Symbol Images
Share the News

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পাখি সংরক্ষণ ও পরিবেশ সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত পাখি মেলা শুক্রবার (৩ জানুয়ারি) অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান অডিটোরিয়ামের সামনে বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন অতিথিরা। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সোহেল আহমেদ, জীববিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মোহাম্মদ মাফরুহী সাত্তার, প্রক্টর অধ্যাপক ড. একেএম রাশিদুল আলম এবং প্রধান বন সংরক্ষক মো. আমীর হোসাইন চৌধুরী।

PHOTO: Symbol Images

এছাড়াও উপস্থিত ছিলেন প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান মুকিত মজুমদার বাবু, আইসিইউএন বাংলাদেশ, আরণ্যক ফাউন্ডেশন ও বার্ড ক্লাবসহ অন্যান্য প্রতিষ্ঠানের প্রতিনিধিরা। অনুষ্ঠানের আহ্বায়ক ও প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. কামরুল হাসান স্বাগত বক্তব্য দেন, আর সমাপনী বক্তব্য দেন বিভাগের সভাপতি অধ্যাপক ড. মো. মানছুরুল হক।

PHOTO: Symbol Images
PHOTO: Symbol Images

দিনব্যাপী আয়োজিত মেলায় ছোটদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, কুইজ, পাখি চেনার প্রতিযোগিতা, বই ও পোস্টার প্রদর্শনী এবং পাখি বিষয়ক আলোচনা অনুষ্ঠিত হয়। মেলায় বিগ বার্ড বাংলাদেশ, সায়েন্টিফিক পাবলিকেশন অ্যাওয়ার্ড, কনজারভেশন মিডিয়া অ্যাওয়ার্ড এবং স্পেশাল রিকগনিশন অ্যাওয়ার্ড ২০২৫ প্রদান করা হয়।

PHOTO: Symbol Images

২০০১ সাল থেকে প্রাণিবিদ্যা বিভাগের উদ্যোগে ধারাবাহিকভাবে আয়োজিত এ মেলার সহ-আয়োজক ছিল ওয়াইল্ড লাইফ রেসকিউ সেন্টার, বাংলাদেশ বার্ড ক্লাব, আরণ্যক ফাউন্ডেশন, প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন, বাংলাদেশ প্রাণিবিজ্ঞান সমিতি, আইইউসিএন এবং বাংলাদেশ বন বিভাগ।

পাখি সংরক্ষণ ও পরিবেশের প্রতি সচেতনতা বৃদ্ধির পাশাপাশি শিক্ষার্থীদের পাখি সম্পর্কে আগ্রহী করাই এই মেলার মূল উদ্দেশ্য বলে আয়োজকরা জানান।