Edit Content

নেপালকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

PHOTO: Internet
Share the News

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ ক্রিকেটের ফাইনালে উঠেছে বাংলাদেশ নারী দল। আজ সুপার ফোর’র শেষ ম্যাচে বাংলাদেশ ৯ উইকেটে হারিয়েছে নেপালকে।

আগামী ২২ ডিসেম্বর অনুষ্ঠেয় ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত। সুপার ফোরে নিজেদের প্রথম ম্যাচে ভারতের কাছে ৮ উইকেটে হেরেছিলো বাংলাদেশ।

মালয়েশিয়ার কুয়ালালামপুরে বৃষ্টির কারণে ১১ ওভারে নেমে আসে বাংলাদেশ-নেপাল ম্যাচটি। টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে বাংলাদেশ বোলারদের তোপে পড়ে সুবিধা করতে পারেনি নেপালের ব্যাটাররা। ১১ ওভারে ৮ উইকেটে ৫৪ রানের সংগ্রহ পায় তারা।

নেপালের হয়ে একজন ব্যাটারই দুই অংকে পা রাখতে পারেন। ওপেনার সাবিত্রি ধামি সর্বোচ্চ ১১ রান করেন। বাংলাদেশের হয়ে বল হাতে ১টি করে উইকেট নেন ফারজানা ইয়াসমিন, আনিসা আক্তার, ফাহমিদা ছোঁয়া ও হাবিবা ইসলাম। নেপালের চারজন ব্যাটার রান আউট হন।

৫৫ রানের টার্গেটে খেলতে নেমে উদ্বোধনী জুটিতে ৪৪ বলে ৪৬ রান করেন বাংলাদেশের দুই ওপেনার ছোঁয়া ও মোসাম্মত ইভা। ১টি ছক্কায় ১৮ রানে ইভা আউট হলেও সুমাইয়া আকতারকে নিয়ে বাংলাদেশের জয় নিশ্চিত করেন ছোঁয়া। ৩টি চারে ছোঁয়া অনবদ্য ২৬ এবং সুমাইয়া অপরাজিত ১০ রান করেন।

সুপার ফোর শেষে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকায় ফাইনালে উঠেছে ভারত ও বাংলাদেশ। লিগ পর্ব ও সুপার ফোর মিলিয়ে ৪ ম্যাচে ৩ জয় ও ১টি পরিত্যক্ত ম্যাচে মোট ৭ পয়েন্ট নিয়ে শীর্ষে ভারত। সমানসংখ্যক ম্যাচে ৩ জয় ও ১ হারে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয়স্থানে বাংলাদেশ।

নেপাল ৪ ও শ্রীলংকা ৩ পয়েন্ট নিয়ে সুপার ফোর থেকে টুর্নামেন্ট শেষ করেছে।

‘বি’ গ্রুপে ২ ম্যাচের ২টিতে জিতে পূর্ণ ৪ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সুপার ফোরে উঠেছিলো বাংলাদেশ নারী অনূর্ধ্ব-১৯ দল।

facebook sharing button
messenger sharing button
twitter sharing button
whatsapp sharing button