পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান আজ ঘোষণা করেছেন যে ঢাকার বায়ু দূষণের জন্য দায়ী পুরনো ও অচল বাসগুলো শহরের রাস্তায় চলাচল থেকে সরিয়ে দেওয়া হবে।
“ঢাকার মানুষ বায়ু দূষণের কারণে ভোগান্তি ও মৃত্যুর শিকার হতে থাকবে, কিন্তু পুরনো বাস চলতেই থাকবে—এটা আর বরদাশত করা হবে না,” তিনি রাজধানীর বিদ্যুৎ ভবনে একটি বৈঠক শেষে সাংবাদিকদের জানান।
বৈঠকে ঢাকার বায়ু দূষণ মোকাবিলা, পরিবহন খাতে শৃঙ্খলা আনা এবং যানজট কমানোর ওপর আলোচনা হয়। রিজওয়ানা হাসান বলেন, কয়েকজন বাস মালিকের স্বার্থের কারণে পুরো শহরের মানুষের স্বাস্থ্য ঝুঁকির মধ্যে রাখা যাবে না। বাস মালিকদের দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।
তিনি আরও জানান, বায়ু দূষণ পর্যবেক্ষণ ও প্রতিরোধে একটি টাস্কফোর্স গঠন করা হয়েছে, যা রাস্তাঘাট মেরামত, ধুলা নিয়ন্ত্রণ, এবং কালো ধোঁয়া, ইটভাটা ও কারখানার দূষণ নিয়ন্ত্রণে কাজ করবে। সব পদক্ষেপই বায়ুর গুণগত মান ব্যবস্থাপনা পরিকল্পনার (Air Quality Management Plan) সঙ্গে সামঞ্জস্য রেখে নেওয়া হবে।
সরকার ঢাকার দূষণ নিয়ন্ত্রণে আশুলিয়াকে “নো-ব্রিক-কিলন জোন” ঘোষণা করার পরিকল্পনা করছে বলেও তিনি জানান। পাশাপাশি, বায়ু বিশুদ্ধকরণ যন্ত্রের ওপর কর কমানোর জন্য জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)-এর কাছে অনুরোধ করা হয়েছে।
রিজওয়ানা হাসান ফুটপাতগুলোকে অবৈধ দখলমুক্ত করার প্রয়োজনীয়তার ওপর জোর দেন, যা পথচারীদের নিরাপত্তা ও বায়ু মানোন্নয়নে সহায়ক হবে।
সড়ক পরিবহন ও সেতু বিষয়ক উপদেষ্টা মোহাম্মদ ফাওজুল কবির খানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই বৈঠকে আরও উপস্থিত ছিলেন শ্রম ও কর্মসংস্থান বিষয়ক উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন এবং গৃহায়ণ ও গণপূর্ত বিষয়ক উপদেষ্টা আদিলুর রহমান খান।