Edit Content

বিদ্যালয়ে স্বাস্থ্য কর্মসূচি বাস্তবায়নে ইউনেস্কোর সাথে বাংলাদেশের চুক্তি

PHOTO: Internet
Share the News

ইকোনমিক রিলেশনস ডিভিশন (ইআরডি) সম্প্রতি ইউনেস্কোর সাথে ১ লাখ ৭০ হাজার মার্কিন ডলারের অনুদান চুক্তি স্বাক্ষর করেছে। এই চুক্তির মাধ্যমে শিক্ষাব্যবস্থায় স্বাস্থ্য উন্নয়নের উপাদান অন্তর্ভুক্ত করে শিক্ষার্থীদের শারীরিক, মানসিক ও সামাজিক কল্যাণ বৃদ্ধি করা হবে।

ইআরডি সচিব মো. শহরিয়ার কাদের সিদ্দিকী এবং ইউনেস্কোর বাংলাদেশ প্রতিনিধি সুসান ভাইজে ইআরডি কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে চুক্তি স্বাক্ষর করেন। অনুষ্ঠানে শিক্ষা মন্ত্রণালয় এবং অন্যান্য অংশীজনদের উচ্চপদস্থ প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

ইউনেস্কোর বৈশ্বিক উদ্যোগের অংশ হিসেবে এই কর্মসূচি ২০২৪ সালে বাংলাদেশ এবং হন্ডুরাসে অগ্রাধিকার ভিত্তিতে বাস্তবায়িত হবে। ২১টি সদস্য রাষ্ট্রে ইউনেস্কোর অভিজ্ঞতার ভিত্তিতে এই কর্মসূচি স্বাস্থ্য বিবেচনায় বিদ্যালয়ের কাঠামো উন্নয়ন, বুলিং ও সাইবার বুলিং মোকাবিলা, অন্তর্ভুক্তিমূলক শিক্ষা এবং নিরাপদ শিক্ষার পরিবেশ নিশ্চিত করার ওপর জোর দেবে।

টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) ৩ (ভালো স্বাস্থ্য ও কল্যাণ) এবং এসডিজি ৪ (গুণগত শিক্ষা)-এর সাথে সামঞ্জস্য রেখে এই উদ্যোগ বাস্তবায়ন করা হবে। কর্মসূচিটি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (ডিএসএইচই), জাতীয় শিক্ষাপ্রশিক্ষণ একাডেমি (এনএইএম) এবং জাতীয় কারিকুলাম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)-এর মতো সংস্থাগুলোর মাধ্যমে পরিচালিত হবে।

ইউনেস্কো আর্থিক ও কারিগরি সহায়তা প্রদান করবে, যা বিদ্যালয়ের স্বাস্থ্য নীতিমালা ও কার্যক্রমে পরিমাপযোগ্য উন্নয়ন নিশ্চিত করবে। মানসিক স্বাস্থ্য সমস্যার সমাধান, বৈষম্য দূর করা এবং প্রযুক্তির ইতিবাচক ব্যবহারের প্রচার কর্মসূচির মূল দিক।