Edit Content

২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় সকল আসামিকে খালাস দিল হাইকোর্ট

PHOTO: Internet
Share the News

ঢাকার বঙ্গবন্ধু এভিনিউতে ২০০৪ সালের ২১ আগস্ট আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলার ঘটনায় হত্যা ও বিস্ফোরক আইনে দায়ের করা মামলায় নিম্ন আদালতের রায় বাতিল করে হাইকোর্ট আজ সকল আসামিকে খালাস দিয়েছে।

বিচারপতি একেএম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই রায় প্রদান করেন। হত্যা ও বিস্ফোরক মামলার ডেথ রেফারেন্স ও আপিল শুনানি শেষে নিম্ন আদালতের রায় বাতিল করা হয়।

আদালত সংক্ষিপ্ত রায়ে বলেন, “ডেথ রেফারেন্স খারিজ, সকল আপিল মঞ্জুর, সকল রুল চূড়ান্ত।”
আসামিপক্ষের আইনজীবী মোহাম্মদ শিশির মনির জানান, নিম্ন আদালতের বিচারকে “অবৈধ” হিসেবে ঘোষণা করা হয়েছে এবং সাক্ষ্যপ্রমাণের সঠিক আইনি প্রক্রিয়া অনুসরণ করা হয়নি।

হাইকোর্ট উল্লেখ করে যে, নিম্ন আদালত মুফতি আবদুল হান্নানের জোরপূর্বক নেওয়া স্বীকারোক্তির ওপর ভিত্তি করে রায় প্রদান করেছে, যা কোনো প্রমাণযোগ্য ভিত্তি ছিল না।

২০০৪ সালের ২১ আগস্টের গ্রেনেড হামলায় ২৪ জন নিহত এবং বহু মানুষ আহত হন। ২০১৮ সালের ১০ অক্টোবর ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল ১৯ জনকে মৃত্যুদণ্ড এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ আরও ১৯ জনকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেছিল।

আজকের রায়ে এই ৩৮ জন আসামি, যার মধ্যে তারেক রহমান ও সাবেক প্রতিমন্ত্রী লুতফুজ্জামান বাবরের মতো রাজনৈতিক ব্যক্তিত্বও রয়েছেন, সবাই খালাস পেয়েছেন।

হাইকোর্ট ২১ নভেম্বর মামলার শুনানি শেষ করে এবং আজ রায় ঘোষণা করে। ২০০৪ সালের ২২ আগস্ট হত্যা ও বিস্ফোরক আইনে পৃথক দুটি মামলা দায়ের করা হয়। ২০০৮ সালে অভিযোগপত্র দাখিলের পর নিম্ন আদালতের দেওয়া রায় এখন বাতিল হলো।