Edit Content

সাতক্ষীরায় “বিশ্ব টয়লেট দিবস ২০২৪” উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

Share the News

১৯ নভেম্বর, ২০২৪ সাতক্ষীরা পৌরসভার সুলতানপুর এলাকায় দ্য পোল স্টার পৌর হাইস্কুলে বিশ্ব টয়লেট দিবস ২০২৪” উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা আয়োজন করা হয়েছে। জাতসিংঘ ঘোষিত ২০৩০ সালরে মধ্যে বিশ্বের সবার জন্য পরচ্ছিন্ন শৌচাগারের লক্ষ্যে ২০২৪ সালের বিশ্ব টয়লেট দিবসের থীম টয়লটে – শান্তরি জায়গা (Toilets: A Place of Peace)। র‍্যালীটি দ্য পোল স্টার পৌর হাইস্কুল থেকে শুরু হয়ে সাতক্ষীরা প্রেসক্লাব হয়ে ঘুরে আবার স্কুলে এসে শেষ হয়। উক্ত র‍্যালী ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন দ্য পোল স্টার পৌর হাইস্কুলের প্রধান শিক্ষক জনাব অনামীকৃষ্ণ মন্ডল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হোপ ফর দি পুওরেষ্ট (এইচপি) এর নির্বাহী পরিচালক জনাব ইফতেখার আহমেদ খান এবং যৌথভাবে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) জনাব মো: সফিকুল ইসলাম ও আশা খুলনা বিভাগের এডিভএম জনাব এ. কে. এম সেলিম আল রেজা।

প্রায় ৩৫০ জন্য ছাত্র-ছাত্রী, এলাকাবাসী, স্যানিটেশন উদ্যোক্তা এবং সহযোগী সংস্থার প্রতিনিধির উপস্থিতিতে বক্তাগণ বিশ্ব টয়লেট দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন। প্রধান অতিথি জনাব ইফতেখার আহমেদ খান টেকসই ও স্বাস্থ্যসম্মত টয়লেট ব্যবহার করে সামাজিক পরিবর্তনে ছাত্র-ছাত্রীদের অগ্রণী ভূমিকা রাখার জন্য আহ্বান জানান।

বিশেষ অতিথি জনাব মো: সফিকুল ইসলাম বলেন, অস্বাস্থ্যকর টয়লেট ব্যবহারের ফলে মল ও পানিবাহিত রোগের সংক্রমণ বৃদ্ধি পায় আর একটি স্বাস্থ্যসম্মত টয়লেট মানুষকে সুস্থ্য জীবন দেয়। একটি স্বাস্থ্যসম্মত ও পরিষ্কার পরিচ্ছন্ন টয়লেট মানুষের রুচির বহিঃপ্রকাশ। তাই আধুনিক মানুষদের জন্য প্রয়োজন আধুনিক স্যানিটেশন ব্যবস্থা। সেই সাথে তিনি সমাজের বিভিন্ন বিষয়ে বিশেষ করে আইন শৃঙ্খলার বিষয়ে পুলিশের সাহায্য প্রয়োজন হলে ৯৯৯ নম্বরে যোগাযোগের জন্য বলেন।

জনাব এ. কে. এম সেলিম আল রেজা আশা’র ঋণ কার্যক্রমের বাহিরে স্বাস্থ্য, শিক্ষা, কৃষি ও স্যানিটেশনের মত বিভিন্ন সামাজিক বিষয়ের কার্যক্রম তুলে ধরেন। তিনি আরও বলেন, ব্যক্তি ও উদ্যোক্তা পর্যায়ে সামাজে স্যানিটেশন ব্যবস্থা জোরদার করার জন্য আশার সহযোগিতা চলমান থাকবে।

অনুষ্ঠানের সভাপতি জনাব অনামীকৃষ্ণ মন্ডল ছাত্র ছাত্রী ও অভিভাবকগণকে স্বাস্থ্যসম্মত টয়লেট ব্যবহারের বিষয়ে সচেতন করার উদ্যোগ গ্রহণ করায় আয়োজক প্রতিষ্ঠানসমূহকে ধন্যবাদ জ্ঞাপন করেন এবং পরবর্তীতে ছাত্র ছাত্রীদের জন্য বিশেষ সচেতনাতার সেশন পরিচালনার বিষয়ে বলেন।

ক্ষুদ্র ঋণ প্রদানকারী সংস্থা আশা ঋণ কার্যক্রমের পাশাপাশি সমাজ উন্নয়নমূলক বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে থাকে। বিগত বছরগুলিতে সংস্থাটি এর সহযোগী সংস্থা হোপ ফর দি পুওরেষ্ট (এইচপি) এর মাধ্যমে সাতক্ষীরা পৌরসভা এলাকায় সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর জন্য বিশুদ্ধ পানি, পয়ঃনিষ্কাশন, সুস্বাস্থ্য ও পরিচ্ছন্ন জীবনযাপনের জন্য বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করছে।

প্রকল্প বাস্তবায়ন করতে গিয়ে পরিলক্ষিত হয় প্রতিনিয়ত দুর্যোগে আক্রান্ত, সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীসহ সকল সাধারণ মানুষের মধ্যে ওয়াস (পানি, পয়ঃনিষ্কাশন ও স্বাস্থবিধি) বিষয়ে সচেতনতা তৈরী করা যেমন প্রয়োজন তেমন-ই প্রয়োজন টেকসই প্রযুক্তির ওয়াস উপকরণসমূহের পর্যাপ্ত সরবরাহ নিশ্চিতকরণের জন্য স্থানীয় উদ্যোক্তাদের দক্ষতা বৃদ্ধি, ব্যবসা সম্প্রসারণ ও গ্রাহকবৃন্দের ক্রয় সামর্থ্য বৃদ্ধির জন্য আর্থিক ব্যবস্থা নিশ্চিতকরণ। উক্ত উদ্দেশ্য বাস্তবায়নের জন্য আশা, হোপ ফর দি পুওরেষ্ট (এইচপি) এবং ওয়াটার ডট ওর্গানাইজেশন যৌথভাবে সমগ্র বাংলাদেশে “টেকসই স্যানিটেশন ও নিরাপদ পানি বিষয়ক যৌথ প্রকল্প” পরিচালনা করছে।

এই প্রকল্পের অংশ হিসেবে, উপরোক্ত উদ্দেশ্যসমূহ বাস্তবায়নের লক্ষ্যে “বিশ্ব টয়লেট দিবস ২০২৪” উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা আয়োজন করা হয়। উপস্থিত অংশগ্রহণকরীগণ সাতক্ষীরার সকল স্তরের মানুষের পানি, পয়ঃনিষ্কাশন ও স্বাস্থবিধি নিশ্চিতকরণে ভূমিকা রাখার জন্য অভিমত ব্যক্ত করেন।