সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ বছর করার দাবি জানানো হচ্ছিল, সেই প্রেক্ষিতে সরকার চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩২ বছর পর্যন্ত বৃদ্ধি করেছে।
আজ এক সভায় উপদেষ্টা পরিষদ সব সরকারি চাকরিতে আবেদন করার সর্বোচ্চ বয়সসীমা ৩২ বছর নির্ধারণের অনুমোদন দিয়েছে বলে মন্ত্রিপরিষদ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনুস।
বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) সহ সকল সরকারি চাকরিতে নিয়োগের সর্বোচ্চ বয়সসীমা এখন থেকে ৩২ বছর হবে।
স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত সংস্থাগুলোতে প্রয়োজনীয় সমন্বয়ের মাধ্যমে এই নতুন বয়সসীমা প্রযোজ্য হবে।
তবে প্রতিরক্ষা বাহিনী এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলোর নিয়োগের ক্ষেত্রে তাদের নিজস্ব নিয়োগবিধি বহাল থাকবে।
এছাড়া, ‘সরকারি চাকরি আইন-২০১৮’ এর ধারা ৫৯ এর আওতায় জনপ্রশাসন মন্ত্রণালয় ‘বাংলাদেশ সিভিল সার্ভিস (বয়স, যোগ্যতা এবং সরাসরি নিয়োগ পরীক্ষা) বিধিমালা-২০১৪’ সংশোধন করবে, যাতে একজন প্রার্থী বাংলাদেশ সিভিল সার্ভিস পরীক্ষায় সর্বাধিক তিনবার অংশগ্রহণ করতে পারে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বর্তমানে সরকারি চাকরিতে প্রবেশের সর্বোচ্চ বয়সসীমা ৩০ বছর।
4o