লেবানন থেকে দ্বিতীয় দফায় ৬৫ জন বাংলাদেশি নাগরিক আজ সৌদি আরবের একটি বাণিজ্যিক ফ্লাইটে ঢাকায় পৌঁছেছেন।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের (এইচএসআইএ) এক কর্মকর্তা বাসসকে জানান, দুটি শিশুসহ প্রবাসীদের বহনকারী বিমানটি আজ দুপুরে জেদ্দা হয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
বাংলাদেশিদের এই দলটি স্থানীয় সময় মঙ্গলবার রাত ১০:৫০-এ বৈরুত থেকে যাত্রা শুরু করে এবং আজ সকাল ৮:২০-এ জেদ্দায় পৌঁছায়। সেখান থেকে স্থানীয় সময় দুপুর ১:২০-এ তারা ঢাকার উদ্দেশ্যে রওনা হয়।
বৈরুতে অবস্থিত বাংলাদেশ মিশনের তথ্য অনুযায়ী, তৃতীয় দফায় আরও ৩১ জন প্রবাসী বৃহস্পতিবার রাতে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।
লেবানন থেকে প্রথম দফায় ৫৪ জন বাংলাদেশি নাগরিক সোমবার ঢাকায় পৌঁছান।
বিমানবন্দরে তাঁদের অভ্যর্থনা জানিয়ে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা ড. আসিফ নজরুল ফিরতি প্রবাসীদের জানান, তাদের দেশে অথবা বিদেশে পুনর্বাসনের ব্যবস্থা করা হবে।
তিনি বলেন, “যারা ফিরে এসেছেন, তাদের পুনর্বাসনের জন্য আমরা বিকল্প খুঁজবো। লেবাননের পরিস্থিতি স্থিতিশীল হলে, তারা সেখানে ফিরে যেতে পারেন। আমরা তাদের পরিত্যাগ করবো না; দেশে বা বিদেশে পুনর্বাসনের চেষ্টা করা হবে।”
উপদেষ্টা আরও আশ্বস্ত করেন যে, লেবানন থেকে আটকে পড়া বাংলাদেশিদের ফিরিয়ে আনতে প্রয়োজনীয় তহবিল বরাদ্দ করা হবে এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সহায়তায় এটি করা হবে। তিনি বলেন, “সবার প্রত্যাবাসন বিনামূল্যে সম্পন্ন হবে।”
এর আগে, পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেন গণমাধ্যমকে জানান যে, প্রবাসী বাংলাদেশিদের একটি বড় দলকে সমুদ্রপথে তুরস্কে নিয়ে যাওয়ার পরিকল্পনা করা হচ্ছে, যেখান থেকে তারা বাংলাদেশে উড়ে আসতে পারবেন।
লেবাননে চলমান সংঘাতের কারণে ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের নিরাপদ প্রত্যাবাসন নিশ্চিত করতে পররাষ্ট্র মন্ত্রণালয় ও প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় আইওএম-এর সাথে সমন্বয় করছে।
লেবাননে প্রায় ৭০,০০০ থেকে ১,০০,০০০ বাংলাদেশি নাগরিক রয়েছেন বলে ধারণা করা হচ্ছে, তবে প্রায় ১,৮০০ জন দেশে ফেরার ইচ্ছা প্রকাশ করেছেন এবং তাদের মধ্যে মাত্র ১৬০ জনের প্রত্যাবাসনের জন্য প্রয়োজনীয় আইনি কাগজপত্র রয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের মতে, প্রত্যাবাসন প্রক্রিয়াটি জটিল কারণ প্রয়োজনীয় নথির অভাবে লেবানন থেকে প্রস্থানের ছাড়পত্র ও সংশ্লিষ্ট ফি প্রদানে সমস্যা হচ্ছে।
এর আগে, লেবাননে অবস্থিত বাংলাদেশ দূতাবাস একটি বিজ্ঞপ্তি জারি করে আগ্রহী নাগরিকদের নাম নিবন্ধনের জন্য উৎসাহিত করে।