Edit Content

শেরপুরে বন্যার পানিতে ভেসে গিয়ে দুইজনের মৃত্যু

PHOTO: Internet
Share the News

শেরপুরে গতকাল সন্ধ্যায় বন্যার পানিতে ভেসে গিয়ে অন্তত দুইজনের মৃত্যু হয়েছে, যাদের মধ্যে একজন নারীও আছেন।

নিহতরা হলেন বাঘবের ইউনিয়নের বালুচর এলাকার মনিক মিয়ার স্ত্রী রহিজা বেগম (৪০) এবং নালিতাবাড়ি উপজেলার নয়াবিল ইউনিয়নের আন্ধারুপরার বাসিন্দা কৃষক ইদ্রিস আলী (৭৫)। স্থানীয়দের সহায়তায় তাদের পরিবারের সদস্যরা মৃতদেহ উদ্ধার করেন।

বাঘবের ইউনিয়ন চেয়ারম্যান আবদুস সাবু রহিজা বেগমের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। স্থানীয়দের উদ্ধৃতি দিয়ে তিনি জানান, সন্ধ্যা ৭টার দিকে রহিজা তার সন্তানকে নিয়ে নিরাপদ স্থানের সন্ধানে যাচ্ছিলেন। এসময় হঠাৎ পা পিছলে গেলে স্রোতের টানে তিনি ভেসে যান। তবে স্থানীয়রা তার সন্তানকে উদ্ধার করেন, যে একটি উপড়ে পড়া গাছের শেকড় ধরে বেঁচে ছিল।

অন্যদিকে, নালিতাবাড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুদ রানা জানান, কৃষক ইদ্রিস আলী সন্ধ্যা ৬টার দিকে খলিসাকুড়া গারোবাজার থেকে বাড়ি ফেরার সময় বন্যার পানিতে ভেসে যান।

ফায়ার সার্ভিস, সিভিল ডিফেন্স এবং স্থানীয় স্বেচ্ছাসেবকরা পাহাড়ি এলাকায় আটকে পড়া মানুষদের উদ্ধারে অভিযান শুরু করেছে।

4o