ঢাকার একটি আদালত দুইটি হত্যা মামলায় জড়িত থাকার অভিযোগে জ্যেষ্ঠ সাংবাদিক মোজাম্মেল বাবু, শ্যামল দত্ত এবং একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সাবেক সভাপতি শাহরিয়ার কবিরকে ৭ দিনের রিমান্ডে পাঠিয়েছে।
ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম মো. সানাউল্লাহ ১০ দিনের রিমান্ড আবেদন পাওয়ার পর আজ আদালতে হাজির করা হলে রিমান্ডের আদেশ দেন বলে আদালতে কর্মরত একজন উপ-পরিদর্শক জানান।
শ্যামল দত্তকে ঢাকার ভাসানটেক এলাকায় গণ-অভ্যুত্থানের সময় ৩১ বছর বয়সী মোহাম্মদ ফজলুর মৃত্যুর ঘটনায় করা মামলায় রিমান্ডে পাঠানো হয়েছে। গত ১১ সেপ্টেম্বর নিহত ফজলুর বড় ভাই মোহাম্মদ সবুজ ভাসানটেক থানায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ২৫ জন সাংবাদিক এবং ১৩৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলার বিবরণ অনুযায়ী, ৫ আগস্ট সন্ধ্যা ৭টার দিকে ভাসানটেকের দিগন্ত ফিলিং স্টেশনের সামনে হাসিনা-নেতৃত্বাধীন সরকারের পতন উদযাপনের জন্য অনুষ্ঠিত একটি সমাবেশে ফজলুকে গুলি করা হয়।
একাত্তর টিভির ব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান সম্পাদক মোজাম্মেল বাবু এবং শাহরিয়ার কবিরকে রমনা মডেল থানায় করা আরেকটি মামলায় রিমান্ডে পাঠানো হয়েছে। এই মামলাটি কোটা সংস্কার আন্দোলনের সময় ১৮ জুলাই রমনা এলাকায় গৃহকর্মী লিজার মৃত্যুর ঘটনা নিয়ে করা হয়।
গতকাল শ্যামল এবং মোজাম্মেলকে ময়মনসিংহ থেকে গ্রেপ্তার করা হয়, আর শাহরিয়ার কবিরকে তার বনানীর বাসা থেকে আটক করা হয়।